Site icon Jamuna Television

আজও রাজধানীতে টিসিবির পণ্যবাহী ট্রাক, সবচেয়ে বেশি চাহিদা ভোজ্যতেলের

টিসিবির পণ্যবাহী ট্রাকের পেছনে ক্রেতাদের ভিড়।

রাজধানীতে চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। ন্যায্যমূল্যে পণ্য পেতে সকাল থেকে মানুষের দীর্ঘ লাইন। নিজেদের টাকা খরচ করে পণ্য কিনতে বিড়ম্বনায় পড়েছেন ক্রেতারা। চাহিদার তালিকায় শীর্ষে রয়েছে ভোজ্যতেল।

দেশে বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম। এ অবস্থায় সাশ্রয়ী মূল্যে ১৫০ ট্রাকে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ট্রাকের পেছনে মানুষের ভিড়। কোথাও লাইনে দেয়া হয় পণ্য, কোথাও আছে হাতে লেখা টোকেন। শেষপর্যন্ত পণ্য না পেয়ে অনেকেই ফেরেন খালি হাতে।

রাজধানীতে ওয়ার্ড কাউন্সিলরদের চাহিদা অনুযায়ী একেক দিন একেক জায়গায় ট্রাক দাঁড়ানোর স্থান নির্ধারণ করা হচ্ছে। প্রায় সব জায়গাতেই কমবেশি বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এদিকে, টিসিবির ট্রাক সেলের কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

এসজেড/

Exit mobile version