Site icon Jamuna Television

১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের ক্লাস

ফাইল ছবি

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে।

বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন (রোববার ও মঙ্গলবার) ক্লাস হবে বলে জানানো হয়েছে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে বন্ধ ছিল শ্রেণিকক্ষে প্রাক-প্রাথমিকের পাঠদান। এ দুই বছর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে ক্লাস মানেই ছিল ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে পড়াশোনা। ২০২১ সালের সেপ্টেম্বরে করোনার সংক্রমণ কমে আসায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম সীমিত পরিসরে শুরু হলেও প্রাক-প্রাথমিকের শ্রেণী কার্যক্রম শুরু হয়নি। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জানুয়ারিতে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে সম্প্রতি সংক্রমণ আবারও কমে যাওয়ায় ধীরে ধীরে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস খুলছে। এবং সবশেষে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিল সরকার।

/এসএইচ



/এসএইচ

Exit mobile version