Site icon Jamuna Television

এক বেলা খেয়ে আর দুই ঘণ্টা ঘুমিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন চেরনোবিল কর্মীরা: আইএইএ

রুশ অভিযানে চেরনোবিলে মানবিক বিপর্যয়ের শিকার অন্তত ২১০ জন কর্মী

মাত্র এক বেলা খেয়ে ও দুই ঘণ্টা ঘুমিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীরা। রাশিয়ান অভিযানের কারণে এভাবেই টানা কাজ করতে বাধ্য হচ্ছেন তারা, বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক কার্যক্রম তদারকি সংস্থা আইএইএ। রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকেই চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রুশ বাহিনী। খবর বিবিসির।

মঙ্গলবার (৮ মার্চ) এক বিবৃতিতে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেন, চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে আটকে পড়া ২১০ জন কর্মী বাধ্য হয়ে গত দুই সপ্তাহ ধরে টানা কাজ চালিয়ে যাচ্ছেন, যা উদ্বেগজনক। রাশিয়ান অভিযানের পর থেকেই চেরনোবিলের কর্মীরা অমানুষিক পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন সেখানে। চেরনোবিল কর্মীরা মাত্র একবেলার খাবার পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এমনকি তাদেরকে পর্যাপ্ত বিশ্রাম নেয়ার সুযোগও দেয়া হচ্ছে না বলে জানতে পেরেছি। রাশিয়ান সেনারা পারমাণবিক কেন্দ্রটিকে অবরুদ্ধ করে রাখায় সেখানে কোনো ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, চেরনোবিলের কর্মীদের অবশ্যই পর্যাপ্ত খাবার, বিশ্রাম এবং শিফট অনুযায়ী কাজের সুযোগ দিতে হবে। এবং এটা সামগ্রিকভাবে পারমাণবিক নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার কবলে পড়ে চেরনোবিল। গত ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনের পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়ান সেনারা।

/এসএইচ

Exit mobile version