Site icon Jamuna Television

মা হচ্ছেন বিপাশা বসু?

এই পোশাক পরিহীত অবস্থায় বিপাশাকে দেখেই তার গর্ভবতী হওয়ার খবর রটে। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে নতুন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিপাশা ও কর্ণ সিং গ্রোভারের ছয় বছরের সংসারে এবার নতুন অতিথি আসতে চলেছে, এমনই গুঞ্জন বলিপাড়ায়। এ নিয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেননি বিপাশা-কর্ণ। তাহলে অভিনেত্রীর মা হওয়ার খবর ছড়ালো কীভাবে?

মূলত, এ সবের শুরু পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও প্রকাশের পর থেকে। সম্প্রতি সপরিবারে একটি রেস্টুরেন্টে নৈশ্য ভোজের জন্য যান বিপাশা। সেখানে নীল রঙের একটি পোশাক পরে গাড়ি থেকে নামেন তিনি। তবে তার ঢিলেঢালা পোশাক দেখে এবং বিপাশার গাড়ি থেকে নামার ভঙ্গি দেখে অনেকেই ধরে নিয়েছেন গর্ভবতী বিপাশা। শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন অনেকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

যদিও বিপাশার মা হওয়ার গুঞ্জন এই প্রথম নয়। ২০২০ সালে একইভাবে গুজব রটে। সে সময়েও অভিনেত্রীর ঢিলেঢালা পোশাকে দেখে অনেকে ভেবেছিলেন, মা হচ্ছেন বিপাশা। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে তিনি বলেছিলেন, মা হওয়ার অনুভূতি অতুলনীয়। যে দিন হবো, সকলকে জানিয়ে দেবো।

এসজেড/

Exit mobile version