Site icon Jamuna Television

ভোলায় গৃহবধূর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বিক্ষোভ মিছিলের একাংশ

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে গৃহবধূ শাশ্বতী রায় চৈতীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে পৌর এলাকার জ্যাকব টাওয়ারের সামনে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ, জলবায়ু ফোরাম, ভোলা জেলা নাগরিক ফোরাম দক্ষিণ, টিম চিলেকোঠা, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

এসময় বক্তারা চৈতীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সঠিক তদন্ত, জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়৷ প্রশাসনকে চৈতীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে৷

চৈতীর বাবা মাস্টার সুভাষ চন্দ্র রায় বলেন, ওরা আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিল৷ মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের নিকট মেয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, শনিবার (৫ মার্চ) রাতে চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ড কলেজপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে নিজ কক্ষে গৃহবধূ শাশ্বতী রায় চৈতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ পরে চৈতীর বাবা বাদী হয়ে চৈতীর শ্বশুর-শাশুড়ী ও জামাতার বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলায় চৈতীর শ্বশুর সমীর মজুমদার ও স্বামী শাওন মজুমদার গ্রেফতার হলেও শাশুড়ী নিয়তি রানী এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে৷

/এসএইচ

Exit mobile version