Site icon Jamuna Television

ভোরে বিএনপির ঝটিকা মিছিল

দুর্নীতির মামলায় দণ্ডিত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর পৌণে ৬টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে এ মিছিল বের হয়। এ সময় মিছিলেন আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

মিছিলটি নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবার বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়। প্রায় ৩ মাস ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী অবস্থান করছেন। এখান থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে ৬৫টির বেশি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেদিন বিকাল থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version