Site icon Jamuna Television

মোদিকে ধন্যবাদ জানিয়ে পাকিস্তানি তরুণীর ভিডিও বার্তা

ছবি: সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণের ঝুঁকি নিয়ে চলে আসছেন ভারতীয় শিক্ষার্থীরা। একের পর এক বিমান পাঠিয়ে সেখান থেকে তাদের উদ্ধার করেছে ভারতীয় দূতাবাস। বিপদের এই সময়ে বিপন্ন এক পাকিস্তানি শিক্ষার্থীকেও নিয়ে এসেছে ভারত। এর জন্য টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানালেন পাক ও শিক্ষার্থী।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় দূতাবাসের সাহায্যে কিয়েভ থেকে বেরিয়ে আসেন পাকিস্তানি শিক্ষার্থী আসমা শাফিক। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

ভিডিও বার্তায় আসমা শাফিক জানান, যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে বের হতে সাহায্য করার জন্য আমি কিয়েভের ভারতীয় দূতাবাসের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আমরা খুব শিগগিরই সুরক্ষিতভাবে নিজেদের বাড়ি ফিরে যাব।

/এনএএস

Exit mobile version