Site icon Jamuna Television

বিদ্যুৎ সংযোগ নেই চেরনোবিলে, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

চেরনোবিল পারমাণবিক কেন্দ্র

ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন নিউক্লিয়ার কোম্পানি এনার্জোঅ্যাটম জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ না থাকায় এয়ার কন্ডিশনিং সিস্টেম কাজ করছে না চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের। এতে ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। খবর দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের।

বুধবার (৯ মার্চ) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে এনার্জোঅ্যাটম।

এনার্জোঅ্যাটম জানিয়েছে, ইউক্রেনে চলমান রাশিয়ার অভিযানে বিদ্যুৎ সংযোগ কেটে যাওয়ায় চেরনোবিলের ২০ হাজার ফুয়েল অ্যাসেম্বলির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। গোলাগুলি অব্যাহত থাকায় এসব হাইভোল্টেজ বিদ্যুতিক লাইন মেরামত করা যাচ্ছে না, বলে জানিয়েছে তারা।

সংস্থাটি আরও জানায়, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা না গেলে চেরনোবিল থেকে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোনো বিস্ফোরন ঘটলে ক্ষতিকর তেজস্ক্রিয় মেঘ ইউক্রেন, বেলারুশ, রাশিয়া এবং পর্যায়ক্রমে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

এর আগে, মঙ্গলবার (৮ মার্চ) জাতিসংঘের নিউক্লিয়ার কর্মকাণ্ড পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে যে, চেরনোবিলের নিউক্লিয়ার বর্জ্য ব্যবস্থাপনা ফ্যাসিলিটি কোনো ডাটা ট্রান্সমিট করছে না।

/এসএইচ







Exit mobile version