Site icon Jamuna Television

পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

পাবনার সুজানগরের ৭ বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, বাংলাদেশ পুলিশের এন্টি টেরিজম ইউনিটের সহায়তায় ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে শামীম (৩৪)-কে বুধবার (৯ মার্চ) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: থানায় দাঁড়িয়ে পুলিশের হ্যান্ডমাইকে নিজেকে নির্দোষ দাবি করে আসামির ভাষণ!

২০০৯ সালের জানুয়ারি মাসে সুজানগর থানার গাবগাছি গ্রামের ৭ বছরের শিশু রিদিকে ধর্ষণের পরে হত্যার ঘটনার মূল আসামি শামীম। ধৃত শামীম গাবগাছি গ্রামের মজিদ শেখের ছেলে। তাকে আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেডআই/

Exit mobile version