Site icon Jamuna Television

ড্র করেও কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

ইউসিএলে স্পোর্টিং লিসবনের সাথে গোল শূন্য ড্র করেও কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতের এ ম্যাচে অ্যাগ্রিগেশনের ৫ গোলে এগিয়ে থেকেই মাঠে নামে ম্যানচেস্টার সিটি। ডি ব্রুইনা-গ্রিলিশদের বিশ্রাম দিয়ে কোচ গার্দিওলা আগেই জানান দিচ্ছিলেন কোয়ার্টার ফাইনালের আগে ফুটবলারদের উপর চাপ কমাতে চান তিনি।

তবে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবন অবশ্য সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের গোল মিসের মহড়া। শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

/এসএইচ

Exit mobile version