Site icon Jamuna Television

শেন ওয়ার্নের শেষকৃত্যে উপস্থিত থাকবেন স্কট মরিসন

ছবি: সংগৃহীত

আগামী ৩০ মার্চ রাষ্ট্রীয়ভাবে স্পিন জাদুকর শেন ওয়ার্নকে শেষ বিদায় জানানো হবে। তাকে বিদায় জানাতে শেষকৃত্যে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের ক্রিকেটার ও অন্যান্য শুভানুধ্যায়ীরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার।

জানা গেছে, ওইদিন সন্ধ্যায় সর্বকালের সেরা এ লেগ স্পিনারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ওয়ার্নের শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। পাশাপাশি এমসিজিতে তাকে শ্রদ্ধা জানাতে সমবেত হবেন এক লাখ মানুষ।

প্রসঙ্গত, গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে অবকাশ যাপনের সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওয়ার্নের। ময়না তদন্ত শেষে এখনও তার মরদেহ থাইল্যান্ডেই রয়েছে। তবে শীঘ্রই ওয়ার্নের কফিন অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।


/এসএইচ

Exit mobile version