Site icon Jamuna Television

কিউবায় ক্যাস্ত্রো যুগের ইতি, নতুন প্রেসিডেন্ট মিগুয়েল

কিউবায় ইতি ঘটছে ক্যাস্ত্রো যুগের। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে আজই ঘোষিত হবে মিগুয়েল দিয়াজ ক্যানেলের নাম।

বুধবার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে রাউল ক্যাস্ত্রো’র স্থলাভিষিক্ত করতে মনোনয়ন দেয়া হয় তাকে। এরপরই জাতীয় পরিষদে ভোটাভুটি হয়। মিগুয়েল প্রেসিডেন্ট নির্বাচিত হলে, ২০২১ সালের কংগ্রেস নির্বাচনের আগ পর্যন্ত তিনিই থাকবেন কমিউনিস্ট পার্টির প্রধান।

২০১৩ সালে কিউবার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান ৫৭ বছর বয়সী এই নেতা। পরের বছরগুলোয় রাজনৈতিক দক্ষতার কারণে তাকে রাউল ক্যাস্ত্রোর ডান হাত হিসেবেই বিবেচনা করা হতো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পরই প্রত্যক্ষ রাজনীতিতে জড়ান মিগুয়েল। ক্ষমতায় এলে সমাজতান্ত্রিক মতাদর্শে দেশ পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version