Site icon Jamuna Television

সলঙ্গায় ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ

হেরোইন ও ইয়াবাসহ আটককৃত দুই আসামি

পাবনা প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩৮ গ্রাম হেরোইন এবং ২৯ পিস ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করেছেন র‍্যাব সদস্যরা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনস্থ হানিফ হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল। এ সময় আটককৃতদের কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, নগদ ৪৭ হাজার টাকা এবং ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হেলাল হোসেন (৫২) ও আব্দুস সোবাহান (২২)।

র‍্যাব জানায়, তারা দুজনই শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এ মাদক
ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version