Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সাথে শক্তির ভারসাম্য আনবে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের সাথে শক্তির ভারসাম্য আনতেই চায় উত্তর কোরিয়া, আর পরমাণু অস্ত্রে সমৃদ্ধ হওয়ার মাধ্যমে এ অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

প্রেসিডেন্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ধারণা করা হচ্ছে, বার বার ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের হুমকির জবাবেই এলো এ ঘোষণা। শুক্রবারই জাপানের ওপর দিয়ে দ্বিতীয় দফায় ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে উত্তর কোরিয়া। অস্ত্র দিয়েই আগ্রাসী আচরণের জবাব দেয়ার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। চলছে দেশ দুটির যৌথ সামরিক মহড়াও। উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version