Site icon Jamuna Television

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন স্থানে যুবদলের বিক্ষোভ-সমাবেশ

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। চট্টগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির কার্যালয়ের সামনে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকেই কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষের খেয়ে না খেয়ে দিন কাটছে। সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই লাগামহীন নিত্যপণ্যের বাজার বলেও অভিযোগ করেছেন বক্তারা।

এদিকে বরিশালে যুবদলের কর্মসূচি আয়োজন করা হয়েছে নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে। সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি নেতারাও।
আরও পড়ুন: বঙ্গবন্ধু রেলসেতুতে বালু ভরাটের কথা বলে শত কোটি টাকা প্রতারণা
ইউএইচ/

Exit mobile version