Site icon Jamuna Television

পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের প্রতি অনাস্থা প্রস্তাব আনলো বিরোধীরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। খবর দ্য ডনের।

মঙ্গলবার (৮ মার্চ) দেশটির জ্যেষ্ঠ বিরোধী নেতাদের একটি প্রতিনিধি দল পাকিস্তানের পার্লামেন্টের সচিবালয়ে তাদের অনাস্থা প্রস্তাব জমা দেন বলে জানা গেছে। পিএমএল-এন মুখপাত্র মারিয়াম অওরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিবেদনে দ্য ডন জানিয়েছে, অনাস্থা প্রস্তাব জমা দেয়ার সময় স্পিকার আসাদ কায়সার তার অফিসে ছিলেন না। তাই অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নথি সচিবালয়ে জমা দেন প্রতিনিধি দল। বিরোধী দলীয় নেতারা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেয়ার প্রস্তাব দিয়েছেন।

ইমরান খানের প্রতি অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদ ভবনে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন দেশটির ডাকসাইটে বিরোধী দলীয় আইনপ্রণেতা রানা সানাউল্লাহ, আয়াজ সাদিক, শাজিয়া মারি ও মারিয়াম অওরঙ্গজেব প্রমুখ।

/এসএইচ

Exit mobile version