Site icon Jamuna Television

সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে ছাত্রসমাজকে আন্দোলন চালিয়ে নেয়ার আহ্বান গয়েশ্বরের

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে দেশের ছাত্রসমাজকে সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর দাবি করেন, বর্তমান সরকার দেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতিকে ধ্বংস করছে। সরকারকে ক্ষমতায় রাখতে প্রতিবেশী দেশগুলো আওয়ামী লীগের সব অপকর্ম ঢাকার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত পরিবারের অনেকে টিসিবির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন স্থানে যুবদলের বিক্ষোভ-সমাবেশ
ইউএইচ/

Exit mobile version