Site icon Jamuna Television

বিভিন্ন কারণে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে গেছে: জি এম কাদের

ফাইল ছবি।

দেশের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জবাবদিহিতার অভাবসহ বিভিন্ন কারণে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় পার্টির বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি সরকারের নড়বড়ে অবস্থার সুযোগ নিয়ে নেতাকর্মীদের সংগঠিত হয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন।

জি এম কাদের বলেন, সরকারি দলের অত্যাচারে জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও অন্যদের সেভাবে আয় বাড়ার সুযোগ নেই বলে অভিযোগ করেন তিনি। বলেন, একদিকে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে।
আরও পড়ুন: সেলিব্রেটিদের ছবি ব্যবহার করে স্পা-ম্যাসাজের নামে প্রতারণা, আটক ৪
ইউএইচ/

Exit mobile version