Site icon Jamuna Television

সিগারেট ও মোবাইল অপারেটরদের কাছ থেকে রাজস্ব সংগ্রহ কমেছে

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি, সাত মাসে এক লাখ ৫৩ হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। যা লক্ষ্যমাত্রার সাড়ে ৪৬ শতাংশ। রাজস্ব সংগ্রহ কমেছে সিগারেট ও মোবাইল অপারেটরদের কাছ থেকে। অভ্যন্তরীণ অন্যান্য খাত থেকেও পাওয়া যাচ্ছে না আশানুরূপ সাড়া। যে কারণে লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়েছে এনবিআর।

চলতি বাজেটে এনবিআরকে তিন লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সাত মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ে ভ্যাট খাতে। এ খাতে ভ্যাট আদায়ের পরিমাণ সাড়ে ৫১ হাজার কোটি টাকা।

আমদানি পর্যায়ে রাজস্ব সংগ্রহে প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশ। করোনার সবশেষ ধরন ওমিক্রনের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে আবারও ধীরভাব দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এখনও অনেকটা স্বাভাবিক। রফতানিতে ইতিবাচক ধারা রয়েছে। আমদানিও বাড়ছে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেড়েছে। এ অবস্থায় রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে আশাবাদী এনবিআর।

/এডব্লিউ

Exit mobile version