Site icon Jamuna Television

ভ্যাট কমলো তেল, চিনি ও ছোলায়

বাজার নিয়ন্ত্রণে রাখতে নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় রয়েছে ভোজ্যতেল, চিনি ও ছোলা। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে, সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। সভার সিদ্ধান্ত অনুযায়ী সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে। তৃণমূল মানুষের কাছে কম দামে পণ্য পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পণ্য সরবরাহের কাজ শিগগিরই শুরু হবে। এজন্য টিসিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এতে করে আরও বেশি পণ্য সংগ্রহের পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনাও সম্প্রসারিত হবে।

এসময় নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিবহন খরচ বেড়েছে। এর পাশাপাশি কিছু ব্যবসায়ীও সুযোগ নিয়েছেন। যে কারণে জিনিষপত্রের দাম বেড়েছে।

/এডব্লিউ

Exit mobile version