Site icon Jamuna Television

বিমানবাহিনী কর্মকর্তাদের যমুনা টেলিভিশন কার্যালয় পরিদর্শন

যমুনা টেলিভিশনের কর্মকর্তাদের সাথে বিমান বাহিনীর প্রতিনিধিদল।

শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে যমুনা টেলিভশন কার্যালয় পরিদর্শন করেছেন বিমানবাহিনীর ১১৯ নম্বর জুনিয়র কমান্ড এন্ড স্টাফ কোর্সের (জেসিএসসি) কর্মকর্তারা। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে কোর্সের দেশি-বিদেশি কর্মকর্তারা যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।

সিআই ও অন্যান্য ডিএস’সহ ২৪ জন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি কর্মকর্তা, দু’জন নাইজেরিয়ান এয়ারফোর্স কর্মকর্তা। এছাড়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সুদান এয়ারফোর্সের একজন করে কর্মকর্তা এই দলে ছিলেন। ১১৯ জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের কর্মকর্তারা যমুনা টেলিভিশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ও একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের বিভিন্ন দায়িত্ব ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা নেন।

যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদের উপস্থিতিতে যুগ্ন প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিমসহ বিভিন্ন বিভাগের প্রধানরা পরিদর্শনকারী দলটিকে টেলিভিশন চ্যানেলের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।

Exit mobile version