Site icon Jamuna Television

‘মৃত ব্যক্তির কিডনি পাওয়া গেলে আরও বেগবান হবে ট্রান্সপ্লান্ট’

কিডনি রোগে দেশে ২ কোটি মানুষ আক্রান্ত আর প্রতি বছর দেশে কিডনি রোগে ২৫ থেকে ৩০ হাজার মানুষ মারা যায় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বজনরা যদি মৃত ব্যক্তির শরীর থেকে কিডনি নেয়ার অনুমতি দেয় তাহলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট ব্যবস্থা আরও বেগবান হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শেরে বাংলা নগর কিডনি ইন্সস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, কিডনি ফেইল করে প্রতিদিন ৭৯ থেকে ৮০ জন মারা যাচ্ছে। কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনার পাওয়া গেলে বহু মানুষের প্রাণ বেঁচে যেতো।

কিডনি চিকিৎসায় সরকারি উদ্যোগ বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে প্রতিটি হাসপাতালে ১০ বেডের কিডনি চিকিৎসার জোন বানানো হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে কিডনি চিকিৎসার অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

/এডব্লিউ

Exit mobile version