Site icon Jamuna Television

ইউক্রেন যোদ্ধাদের সাথে যোগ দিলো বিশ্বের ভয়ঙ্কর স্নাইপার শ্যুটার

ছবি: সংগৃহীত

বিশ্বের ভয়ঙ্করতম স্নাইপার শ্যুটার ওয়ালি, রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেন বাহিনীতে যোগ দিয়েছেন। ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বিদেশি যোদ্ধাদের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানানোর পর তিনি ইউক্রেন যোদ্ধাদের সাথে যোগ দিয়েছেন বলে জানা যায়। ওয়ালি প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে থাকা মানুষকে হত্যা করে বিশ্বের অন্যতম ‘ভয়ঙ্কর’ স্নাইপার শ্যুটার হয়ে ‍উঠেছেন।

ওয়ালি ২০১৫ সালে নিজে থেকেই আইএস’র বিরুদ্ধে লড়াই করতে ইরাক গিয়েছিলেন। এরপর তিনি সিরিয়ায় কুর্দিদের হয়ে আইএস’র বিরুদ্ধে লড়াই করেছেন।

৪০ বছর বয়সী ওয়ালি কানাডার সশস্ত্র বাহিনীর হয়ে ২০০৯ ও ২০১১ সালে আফগানিস্তানে গিয়েছিলেন। ওয়ালি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট আমাকে বলেছেন তাদের স্নাইপার প্রয়োজন। কোথাও আগুন লাগলে দমকল বাহিনীর সদস্যরা যেমন ছুটে যান, আমিও তেমনি ছুটে এসেছি।

ওয়ালি বলেন, তারসাথে কানাডার আরও ৩ সাবেক সেনা আছেন। তারা একসাথে পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস

Exit mobile version