Site icon Jamuna Television

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার, বাদ সৌম্য

ছবি: সংগৃহীত।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে তিন ফরম্যাটে ২১ ক্রিকেটারকে রেখেছে বোর্ড।

এবারের কেন্দ্রীয় চুক্তি হওয়ার আগেই আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। টেস্ট থেকে নভেম্বর পর্যন্ত ছুটি চাওয়ায় সাকিব কি থাকবেন তিন ফরম্যাটে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে।

সব জল্পনা কাটিয়ে ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই আছেন সাকিব। তিন সংস্করণেই সাকিবের সঙ্গী মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল। আর সব ফরম্যাট থেকে বাদ দেয়া হয়েছে সৌম্য সরকারকে। আগের চুক্তিতে টেস্টে থাকা আবু জায়েদ রাহী ও সাইফ হাসানকেও বাদ দেয়া হয়েছে।

টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বী। আর আগেরবার ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন এবার নেই কোনো ফরম্যাটেই। টি-টোয়েন্টির চুক্তি থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটওয়ারি।

একনজরে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা

টেস্ট
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে কম সংখ্যক ক্রিকেটারকে রাখা হয়েছে। গতবারের চুক্তিতে ছিলেন মোট ২৪ ক্রিকেটার। নতুন এই চুক্তি চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কার্যকর থাকবে।

জেডআই/

Exit mobile version