Site icon Jamuna Television

ইউক্রেনে রুশ আগ্রাসন; এবার ব্রিটিশ নিষেধাজ্ঞায় পড়লেন চেলসি মালিক

বামপাশে চেলসি মালিক রোমান আব্রামোভিচ ও ডানপাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের দায়ে এবার নিষেধাজ্ঞার কবলে পড়লেন চেলসি মালিক ও রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। তাকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। জব্দ করা হয়েছে তার সম্পদ। একইসঙ্গে দেয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার কবলে পড়ে থেমে গেছে আব্রামোভিচের চেলসি বিক্রির প্রকিয়া। মূলত রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিবিড় সম্পর্কের অভিযোগে নিষিদ্ধ হলেন আব্রামোভিচ। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন এই রুশ ধনকুবের।

এদিকে ক্লাব মালিকের নিষেধাজ্ঞার কারণে কিছুটা হলেও বিপাকে পড়েছে ইংলিশ ক্লাব চেলসি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত খেলোয়াড় কেনাবেচা করতে পারবে না ক্লাবটি। বিক্রি করতে পারবে না ম্যাচ টিকিট, জার্সি ও স্যুভেনির।

আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার, বাদ সৌম্য

২০০৩ সালের জুলাই মাসে ১ কোটি ৪০ লাখ পাউন্ডে চেলসির মালিকানা কিনে নেন রাশিয়ান ধনকুবের আব্রাহামোভিচ। হইচই পড়ে যায় প্রিমিয়ার লিগে। এর পরপরই মধ্যমসারির দল থেকে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় চেলসি। বিগত বছরগুলোতে সমানতালে পাল্লা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের বিপক্ষে। জিতেছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ আসর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।

তার আমলে চেলসির হয়ে খেলেছেন বালাক, ডেকো, ম্যাককেলে, ল্যাম্পার্ড, চেক, দ্রগবা, আনেলকা, তোরেসের মতো খেলোয়াড়রা।

জেডআই/

Exit mobile version