Site icon Jamuna Television

রিয়ালের কাছে হেরে রেফারিকে মারতে গিয়েছিলেন পিএসজি চেয়ারম্যান!

ছবি: সংগৃহীত।

রিয়াল মাদ্রিদের কাছে হেরে রেফারিকে মারতে গিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেই’র সভাপতি নাসির আল খেলাইফি। এমনটাই দাবি করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

মার্কার প্রতিবেদন অনুযায়ী, খেলাইফি মনে করেন রিয়ালের প্রথম গোল বিল্ড আপের সময় পিএসজি গোলরক্ষক জুয়ানলুইজি ডনারুম্মার সাথে ফাউল করেছিলেন বেনজেমা। আর তাই ম্যাচ শেষে রেফারিদের রুমের দিকে তেড়ে যান খেলাইফি। সে সময় পিএসজি মালিকের চোখ-মুখ রাগে লাল ছিল। রাগ। এক সময় ভুল করে রিয়ালের প্রতিনিধি মেহিয়া দাভিলার কক্ষে ঢুকে পড়েন খেলাইফি। রেফারিরা তাকে চলে যেতে বললে তাদের সরঞ্জাম ভাঙচুর করেন খেলাইফি।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ আগ্রাসন; এবার ব্রিটিশ নিষেধাজ্ঞায় পড়লেন চেলসি মালিক

জানা গেছে, সেই আচরণের ভিডিও রেকর্ড করেছেন রিয়াল মাদ্রিদের এক কর্মকর্তা। সম্ভাব্য শাস্তির জন্য সেটি পাঠানো হবে উয়েফার কাছে।

প্রসঙ্গত, বুধবার (৯ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারে পিএসজি। হ্যাটট্রিক করেন করিম বেনজেমা। যদিও প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে মাঠে নেমেছিল ফ্রান্সের দলটি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থাকায় তাই শেষ আট থেকেই বিদায় নিতে হয় মেসি-নেইমার-এমবাপ্পেদের।

জেডআই/

Exit mobile version