Site icon Jamuna Television

‘বস্তির মেয়ে’ বলে মন্তব্য করায় দুই বান্ধবীর মারামারি, যেতে হলো হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ও বন্ধুত্বের পর ম্যাসেঞ্জারে মন্তব্যের অমিলের জেরে স্কুলছাত্রী দুই বান্ধবীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দু’জনকেই যেতে হয়েছে হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তারা।

এ ঘটনা ঘটেছে গাইবান্ধার পলাশবাড়িতে। গত মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে পলাশবাড়ির পৌরশহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দুই বান্ধবীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। জানা গেছে, ঐ দুজনের মধ্যে কিছুদিন আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের দু’জনের মধ্যে নিয়মিত মেসেঞ্জারে কথা হতো। এরইমধ্যে তাদের দু’জনের মতপার্থক্য দেখা দেয়। এক পর্যায়ে একজন আরেকজনকে ‘বস্তির মেয়ে’সহ রূঢ় ভাষায় নানা কমেন্ট করেন। পাল্টাপাল্টি মন্তব্যের জেরে ক্ষোভ তীব্র আকার ধারণ করে। পরে এক বান্ধবী প্রাইভেট পড়তে গেলে শহরের ঈদগাহ মাঠে তাদের মধ্যে সংঘর্ষ হয়। দু’জনই অসুস্থ হয়ে পড়লে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এদিকে, এ ঘটনায় দু’জনের বাবাই পলাশবাড়ী থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।

জেডআই/

Exit mobile version