Site icon Jamuna Television

‘শুধু ইউক্রেনীয়দের ফ্রান্সে আশ্রয় দিন, মুসলিমদের নয়’

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে ইউক্রেন ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ। আশে পাশের বিভিন্ন দেশে নিরাপদে আশ্রয়ের জন্য পালাচ্ছে তারা। বেশিরভাগ মানুষ পোল্যান্ডে যাচ্ছে। এরই মধ্যে ফ্রান্সের এক নেতা এইসব পালিয়ে যাওয়া মানুষদের নিয়ে ভিন্ন রকম এক মন্তব্য করলেন।

ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের ফ্রান্সে আশ্রয় দেয়া উচিত। তবে অন্য সংঘাত থেকে পালিয়ে আসা মুসলিমদের আশ্রয় দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জেমুর।

ফ্রান্স২৪’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ মার্চ) তিনি ‘আবেগপূর্ণ প্রতিক্রিয়া’ দেখানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। শরণার্থীদের আশ্রয় দেয়ার ব্যাপারে তিনি যুক্তরাজ্যের নীতি ফ্রান্সকেও অনুসরণের পরামর্শ দেন। ব্রিটেনে আগে থেকেই পরিবার রয়েছে, এমন শরণার্থীদের আশ্রয় দিচ্ছে লন্ডন। জেমুর একজন পপুলিস্ট নেতা। তিনি অভিবাসন বিরোধী হিসেবেও পরিচিত।

বক্তব্যে জেমুর বলেন, যদি তাদের ফ্রান্সের সাথে সম্পর্ক থাকে, ফ্রান্সে তাদের পরিবার থাকে, তাহলে তাদের ভিসা দিন। কিছু মানুষ আছে যারা আমাদের মতো এবং আর কিছু মানুষ আছে যারা আমাদের মতো নয়। সবাই এখন বুঝতে পারছে যে আরব বা মুসলিম অভিবাসীরা আমাদের থেকে খুব আলাদা এবং তাদের একত্রিত করা খুব কঠিন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস

Exit mobile version