Site icon Jamuna Television

বরগুনায় এমপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অনশনে বৃদ্ধ

বরগুনায় এমপি’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে তা উদ্ধারের দাবিতে আমরণ অনশনে বসেছেন এক বৃদ্ধ।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জায়নামাজ বিছিয়ে সকাল থেকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পাথরঘাটার পূর্ব লেমুয়া গ্রামের বেলায়েত হোসেন। তার দাবি, তার পৈত্রিক জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান।

বিষয়টি থানায় জানিয়েও সমাধান হয়নি। অনশন চলাকালে একদল দুর্বৃত্ত এসে ব্যানার ছিড়ে ফেলেছে বলেও দাবি করেন বেলায়েত। তিনি বলেন, এই জমি আদালতের রায় প্রাপ্ত। আদালতে এর মামলা বিচারাধীন আছে। এমপি সাহেব জমিটি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন। স্থানীয় সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমি যেন আমার জমিটি ফেরত পাই।

তবে, জমি দখলের বিষয়টি অস্বীকার করেছেন এমপি হাচানুর রহমান। তিনি বলেন, থানায় আমি জমি সংক্রান্ত সকল কাগজ দেখিয়েছি। আভিযোগকারীকেও ডাকা হয় থানায়। কিন্তু সে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি।

/এনএএস

Exit mobile version