Site icon Jamuna Television

নিষেধাজ্ঞার পর রাশিয়া ছেড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছেন পুতিন

ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত।

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা দেয়ার পর যেসব প্রতিষ্ঠান দেশটি থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে, সেসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসি’র।

ভ্লাদিমির পুতিন বলেন, যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন বন্ধ করে চলে যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে ‘বহির্দেশীয় ব্যবস্থাপনা চালু’ করতে পারে রাশিয়া। এরপর যারা এই প্রতিষ্ঠানগুলো চালানোর আগ্রহ প্রকাশ করবে, তাদের হাতে সেগুলো তুলে দেয়া হবে। এই পদক্ষেপ নেয়ার জন্য রুশ প্রশাসন বৈধ পথ খুঁজে বের করবে বলেও উল্লেখ করেন। বলেন, যেভাবে বিদেশি প্রতিষ্ঠানগুলো দেশের বাজার থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে, তাতে স্পষ্ট পদক্ষেপ নেয়া জরুরি।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর প্রায় ৩১০টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম রাশিয়া থেকে গুটিয়ে নিয়েছে।

/এমএন

Exit mobile version