চলমান যুদ্ধে রাশিয়াই জীবাণু এবং রাসায়নিক হামলা চালাতে চাইছে। সে কারণেই তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার (১০ মার্চ) ভোলদেমির জেলেনস্কি বলেন, পুতিন প্রশাসন বারবারই অভিযোগ তুলছে, জীবাণু অস্ত্র তৈরি করছে ইউক্রেন।করতে চাইছে রাসায়নিক হামলা। তাতে আমরা বেশ উদ্বিগ্ন। কারণ এটা রাশিয়ার বহু পুরানো রণকৌশল। তারা যখনই অন্য দেশে রাসায়নিক হামলা বা নতুন কোনো অস্ত্রের ব্যবহার করতে চায় তার আগে ছড়ায় সেদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা। এর ফলে, হামলাটি হলেও রুশ সরকারের ঘাড়ে থাকে না দায়ভার। ইতিহাস এর সাক্ষী বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছে ইউক্রেন, এই অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন আহ্বান করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ তোলা হয়, পরিযায়ী পাখির মাধ্যমে জীবাণু অস্ত্র ছড়ানোর পরিকল্পনা আঁটছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি দিমিত্রি পোলানস্কি এক টুইটবার্তায় নিশ্চিত করেন এ তথ্য। পোলানস্কি জানান, ১১ মার্চ নিউইয়র্কে এই ইস্যুতে বৈঠক বসবে।
তবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রও। তাদের দাবি, ভবিষ্যতে মস্কো যেন রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে- সেটি নিশ্চিত করতেই ভুয়া তথ্য ছড়াচ্ছে পুতিন প্রশাসন। মার্কিন গোয়েন্দা সংস্থা, সিআইএ-ও জানিয়েছে, অভিযান-আগ্রাসন প্রতিষ্ঠিত করতেই রাশিয়ার এই প্রোপাগান্ডা।
/এডব্লিউ

