Site icon Jamuna Television

ফিল্মসিটিতে মুখোমুখি সুশান্তের সাবেক দুই প্রেমিকা

ছবি: সংগৃহীত

কেটে গেছে বেশ কয়েকবছর। বদলে গেছে পরিবেশ পরিস্থিতি, ব্যক্তিগত জীবন। এরই মাঝে হঠাৎ দেখা হলো সুশান্ত সিং রাজপুতের দুই প্রাক্তনের। সম্প্রতি ফিল্ম সিটি স্টুডিওতে অঙ্কিতা ও তার স্বামী ভিকি জৈনের মুখোমুখি দেখা হয় কৃতি সাননের সাথে। সেসময় সেখানে উপস্থিত ছিল একাধিক ক্যামেরা। একসময় কৃতির জন্যই অঙ্কিতাকে ছেড়ে ছিলেন সুশান্ত। সেই শোক কাটাতে বেশ সময় লেগেছিল অঙ্কিতার।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতার প্রথম সাক্ষাৎ হয়েছিল রিস্তার সেটে। সেখান থেকেই শুরু তাদের প্রেম পর্ব। একসাথে থাকতেনও তারা। ছয় বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন সুশান্ত।

রাবতা ছবির শুটিংয়ের সময় তিনি কৃতির প্রেমে পড়েন। সে সম্পর্ক যদিও স্থায়ী হয়নি কিন্তু এই সম্পর্কের জেরেই বিচ্ছেদ হয়েছিল সুশান্ত ও অঙ্কিতার। ২০২০ সালে ১৪ জুন নিজের বাড়িতেই আত্মহত্যা করেন সুশান্ত। তার শেষ যাত্রায় উপস্থিত ছিলেন দুই নায়িকাই।

সম্প্রতি বচ্চন পাণ্ডে ছবির প্রচারে ফিল্মসিটি স্টুডিওতে গিয়েছিলেন কৃতি। সেখানেই একটি রিয়ালিটি শোয়ে অংশ নিতে হাজির হন অঙ্কিতা। কৃতিকে দেখে অঙ্কিতাই প্রথমে কথা বলতে এগিয়ে যান।

কুশল বিনিময় করে একে অপরকে আলিঙ্গনও করেন তারা। এমনকী অঙ্কিতার স্বামীও হ্যান্ড শেক করেন কৃতির সাথে। সৌজন্যতা বজায় রাখেন দু’জনেই। এই ভিডিও ভাইরাল হতেই কেউ মন্তব্য করেন পুরোটাই নাটক কেউ আবার দু’জনের প্রশংসাও করেন যে পুরনো তিক্ততা তারা ভুলে গেছেন।

/এনএএস

Exit mobile version