Site icon Jamuna Television

কুমিল্লায় শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে নববধূর মৃত্যু

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামের আলতাফ মিয়ার বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন আগুন লেগে ইয়াসমিন আক্তার নামে এক নববধূর মৃত্যুর হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) ভোর সোয়া ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফজর নামাজের আগে ইয়াসমিনের স্বামী রেজাউল নামাজের উদ্দেশে মসজিদে যাওয়ার জন্য বের হলে কিছুক্ষণ পরই হঠাৎ বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা গ্যাসের সিলিল্ডার বিস্ফোরিত হলে পুরো ঘরে আগুন লেগে যায়। এসময় ঘুমিয়ে থাকা ইয়াসমিন পুড়ে ছাই হয়ে যান। এক মাস আগেই তাদের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

পরে, স্থানীয়রা বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বরুড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার আসাদুজ্জামান।

/এসএইচ

Exit mobile version