Site icon Jamuna Television

বাড়ির পাশের ফার্মেসি থেকে আনা জ্বরের ওষুধ খেয়ে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওষুধের বিষক্রিয়ায় আপন দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। জ্বর হওয়ায় বাড়ির পাশের ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ালে অসুস্থ হয়ে পড়ে দুই ভাই। একপর্যায়ে মারা যায় দুজনই।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুদের মা লিমা বেগম জানান, দুই দিন আগে ছোট ছেলে মোরসালিনের জ্বর হয়। এর আগে থেকেই বড় ছেলে ইয়াসিন খানেরও জ্বর ছিল। গতকাল বিকেলে বাড়ির পাশের একটি ফার্মেসি থেকে ওষুধ এনে তাদের খাওয়ানো হয়। ওষুধ খাওয়ানোর পর থেকে ইয়াছিন ও মোরসালিন বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে তাদের প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনার পথে রাত ৯টার দিকে ইয়াসিন এবং বাড়িতে আনার পর রাত সাড়ে ১০টায় মোরসালিনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুপুর সাহা জানান, দুই শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পাকস্থলি পরিষ্কারের জন্য তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওষুধটি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।

/এডব্লিউ

Exit mobile version