পিকনিকে গিয়ে নিখোঁজ হওয়া বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সূর্য ঘোষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) সকাল ৬ টার দিকে পাথরঘাটা উপজেলা বিষখালী লালদিয়া হরিণঘাট খাল থেকে সূর্যের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় জেলে জামাল ও আলতাফ ভোরে নদীতে মাছ শিকার শেষে ফিরছিলন। ফেরার পথে খালের মধ্যে ভাসমান একটি লাশ দেখতে পায় তারা। পরে নৌকা থামিয়ে লাশটি তাদের ট্রলারের করে পারে নিয়ে আসেন জামাল ও আলতাফ। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে বনভোজনে অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবকরা লালদিয়া-হরিণঘাট খালে গোসল করতে নামে। এরপর সবাই গোসল করে ফিরলেও সূর্য নিখোঁজ ছিল।
/এডব্লিউ

