Site icon Jamuna Television

পিকনিকে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

পিকনিকে গিয়ে নিখোঁজ হওয়া বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সূর্য ঘোষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) সকাল ৬ টার দিকে পাথরঘাটা উপজেলা বিষখালী লালদিয়া হরিণঘাট খাল থেকে সূর্যের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় জেলে জামাল ও আলতাফ ভোরে নদীতে মাছ শিকার শেষে ফিরছিলন। ফেরার পথে খালের মধ্যে ভাসমান একটি লাশ দেখতে পায় তারা। পরে নৌকা থামিয়ে লাশটি তাদের ট্রলারের করে পারে নিয়ে আসেন জামাল ও আলতাফ। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে বনভোজনে অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবকরা লালদিয়া-হরিণঘাট খালে গোসল করতে নামে। এরপর সবাই গোসল করে ফিরলেও সূর্য নিখোঁজ ছিল।

/এডব্লিউ

Exit mobile version