Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের হামলায় আইএস’র শীর্ষ নেতা নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ নেতা নিহত হয়েছে বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার আতমেহ শহরে ৩ ফেব্রুয়ারি অভিযান চালানোর সময় পরিবারের সদস্যদের সাথে নিয়ে আইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছেন।

এক মাসেরও বেশি সময় পর গোষ্ঠীটি তাদের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর স্বীকার করেছে। একইসাথে নতুন নেতার নাম ঘোষণা করা হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। গোষ্ঠীটির নতুন মুখপাত্র নিজেকে আবু ওমর আল-মুহাজের হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) বলেছেন, আবু ইব্রাহিম আল-কুরাইশি ও ইসলামিক স্টেটের মুখপাত্র আবু হামজা আল কুরাইশি সাম্প্রতিক সময়ে নিহত হয়েছেন।

Exit mobile version