Site icon Jamuna Television

বিশেষ ফিল্ড অনুযায়ী দক্ষ নার্স তৈরির চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ ফিল্ড অনুযায়ী দক্ষ নার্স তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক ও নার্সের অনুপাত এখনও ঠিক নেই। এই ব্যবধান কমিয়ে আনতে হবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাকালে ১৩ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি এখন স্বস্তির পর্যায়ে আছে, তবে এটা ধরে রাখতে হবে। সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

টিকা দেয়ার নির্ধারিত লক্ষ্য প্রায় শতভাগ পূরণ করা হয়েছে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত প্রায় ২২ কোটি টিকার ডোজ দেয়া হয়েছে। এসময় সবাইকে বুস্টার ডোজ নেয়ার আহ্বানও জানান জাহিদ মালেক।

প্রসঙ্গত, আজকের নার্সিং পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ১৮২ জন পরীক্ষার্থী।

/এডব্লিউ

Exit mobile version