Site icon Jamuna Television

হিলি স্থলবন্দরে ধুলার রাজ্য, সড়ক সংস্কার না হওয়ায় ছিটানো যাচ্ছে না পানিও

ধুলার কারণে নিশ্বাস নেয়াই হয়ে পড়েছে কষ্টকর।

ধুলায় নাকাল হিলি স্থলবন্দর এলাকার মানুষ। নেতিবাচক প্রভাব পড়েছে পরিবেশের ওপর। এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই এলাকার মানুষ। দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। এতে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা।

হিলি স্থলবন্দরের চার কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল দশা। সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করে পণ্যবাহী অসংখ্য ট্রাক ও গণপরিবহন। তাই ধুলায় ভোগান্তি বাড়ছে প্রতি মুহূর্তে। ধুলার কারণে শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে তারা।

শুধু বন্দর এলাকাই নয়। হিলি থেকে ঘোড়াঘাটসহ অন্য সড়কগুলোর চিত্র একই। চলাচলে সীমাহীন দুর্ভোগে মানুষ।

সমস্যার কথা মানছেন হাকিমপুর পৌর মেয়র। তিনি বলেন, বন্দরের সড়কগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি। অতিরিক্ত ঝাঁকুনির কারণে পানি ছিটানো যাচ্ছে না। তাই শুষ্ক মৌসুম এলেই তৈরি হয় এমন পরিস্থিতি।

এসজেড/

Exit mobile version