দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অংশ। যাওয়ার আগে ওয়ানডেতে প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সফরে সাকিবের অনুপস্থিতি ভুলে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের, বলে জানান তিনি। এতোসব ঘাটতির পরও জয় এ চান টাইগার নির্বাচক।
ভিসা পাওয়া সাপেক্ষে নির্ধারিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ দলের ফ্লাইটের সময়, তাই তিন ভাগে ভাগ হয়ে তিন ধাপে টাইগাররা যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। প্রথম ধাপে এবাদত, শান্ত, ইয়াসির রাব্বি ও নাসুমদের সাথে নির্বাচক সুমন ও কোচিং স্টাফের চার সদস্য।
এছাড়া, শুক্রবার (১১ মার্চ) রাতে তামিম ইকবালসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার রওনা হবেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। আর শনিবার (১২ মার্চ) সকালে ওয়ানডের বাকী ও টেস্টের গোটা দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বিমানে উঠবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ৬ টেস্ট, ৯ ওয়ানডে আর ৪টি-টোয়েন্টিতে শতভাগ হার বাংলাদেশের। তবে এবার সে পরিসংখ্যান বদলের আকাঙ্ক্ষা টাইগার শিবিরে।
এ প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, সম্প্রতি যে পারফর্মেন্স বাংলাদেশ দল করেছে তা ধরে রাখতে পারলে ভাল কিছুই হবে বলে আশা করছি।
/এসএইচ
দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অংশ

বিমান বন্দরে বাংলাদেশ দলের ৪ সদস্য
