Site icon Jamuna Television

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

আটককৃত ৩ কিশোর গ্যাং সদস্য

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলা থেকে তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাদির হানিফ ইউনিয়নের রাফসান (১৮), বিনোদপুর ইউনিয়নের আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের ইমন (১৪)।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো.শামীমুল এহসানের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কে অভিযান চালায়। এসময় ১টি দেশীয় ছুরি, ১টি লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করেন তারা। আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়েছিল বলে জানা গেছে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এসএইচ

Exit mobile version