Site icon Jamuna Television

২৮ মার্চ সারাদেশে আধা দিবস হরতালের ডাক দিলো বাম গণতান্ত্রিক জোট

ছবি: সংগৃহীত

ভোজ্য তেল, চাল, ডাল ও পেঁয়াজসহ মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সারাদেশে আধা দিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

শুক্রবার (১১ মার্চ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চার তলায় হলরুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয় বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএএস

Exit mobile version