স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
কুরিয়ারে চা পাতার বক্স পাঠানোর আড়ালে পাঠানো হচ্ছিলো গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি। সৈয়দপুর থেকে এভাবে পাঠানোর সময় সাড়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১১ মার্চ) রংপুরের র্যাব-১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট বশির আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, একদল মাদক ব্যবসায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চোরাচালান চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নীলফামারী জেলার সৈয়দপুরের জিকরুল হক রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ৫৭ কেজি চা পাতাসহ মাদক ব্যবসায়ী হাবিব (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, অভিযান পরিচালনার সময় দেখা যায় যে, মাদক ব্যবসায়ীরা কৌশলে চায়ের প্যাকেটের ভেতরে অভিনবকায়দায় গাঁজা চোরাচালান করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাবিব দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানান তিনি। তার সাথে আরও একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই কাজে জড়িত বলে জানা গেছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এ র্যাব কর্মকর্তা। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
/এসএইচ
চায়ের বক্সে লুকিয়ে কুরিয়ারে পাঠানো হতো গাঁজা, গ্রেফতার ১

আটককৃত মাদক ব্যবসায়ী হাবিব (৩২)
