রাশিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে শুক্রবার (১১ মার্চ)। বৈঠকে ইউক্রেনে জীবাণু অস্ত্র উৎপাদনে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে রাশিয়ার অভিযোগের বিষয়ে আলোচনা করা হবে। পশ্চিমা দেশগুলো বলছে, ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের ন্যায্যতা দেয়ার জন্য এ অভিযোগ তুলেছে রাশিয়া।

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, এর আগে ইউক্রেনে এ জাতীয় কোনও অস্ত্র তৈরি করার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি। একইসাথে তিনি রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর এসব অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন।

জরুরি বৈঠকের বিষয়ে জাতিসংঘে মার্কিন মিশনের একজন মুখপাত্র এপিকে বলেন, রাশিয়া বিশ্বকে প্রতারিত করতে অথবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের ভুল তথ্য প্রচারের স্থান হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply