কক্সবাজার সৈকতে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

|

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।

শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্টের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু কলেজের ছাত্র।

বিচ কর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার বন্ধুরা সাগরে গোসল করতে নামে। স্রোতের টানে দুইজন ভেসে যায়। একজনকে উদ্ধার করা হলেও সাইদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে যে স্থানে তারা গোসল করছিল তার কিছু দূরে মরদেহ পাওয়া যায়। সাঈদের সহপাঠীরা জানায়, সাঈদ সাঁতার জানতো না।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply