ঝিনাইদহে কবুতরের ফার্ম থেকে সয়াবিন তেল উদ্ধার

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কবুতরের ফার্মে অবৈধভাবে মজুদকৃত ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদের দায়ে দুই মজুদদারকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই পরিমাণ সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

এ নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা বাজারে জিন্দার স্টোর ও বিধান স্টোরের কবুতর ফার্মে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাধিক ড্রামে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির দায়ে রামনগর বটতলা গ্রামের মন্টু মন্ডলেরের ছেলে জিন্দার আলীকে ৫০ হাজার এবং জোড়াদহ গ্রামের স্বরজীৎ শাহ্ এর পুত্র বিধান শাহ্কে একই অপরাধে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উভয়ের জরিমানার অর্থ যথাযথভাবে আদায় করা হয়।

বিধান স্টোরের সামনেই সাপ্তাহিক কবুতরের হাট বসে। সেখানেই ঝুড়িতে করে কবুতর রাখা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। হরিনাকুণ্ডু কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে আগে থেকেই সুনির্দিষ্ট অভিযোগও ছিল। অভিযান পরিচালনার সময় আরও বেশ কিছু দোকানী দোকান বন্ধ করে পালিয়ে যায়।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির সুদীপ অধিকারী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে এএসআই আমিরুলের নেতৃত্বে থানা পুলিশ সহযোগিতা করে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply