Site icon Jamuna Television

ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়

ভোগ্যপণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং বোর্ড।

শুক্রবার (১১ মার্চ) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভোজ্য তেল বিক্রিতে পাকা রশিদের ব্যবহার নিশ্চিতে অভিযান চালান কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ আল মামুন বলেন, বেশিরভাগ দোকানে বিক্রয় মূল্য লেখা থাকলেও ক্রয়মূল্য লেখা নেই, যেটা আইন বিরোধী। বলেন, ব্যবসায়ীদের দেখানো বেশিরভাগ রশিদেই অসঙ্গতি দেখা গেছে। তবে যারা একেবারেই রশিদ দেখাতে পারেনি তাদের জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ১০ থেকে ১৫টি আড়ৎ ঘুরে বেশিরভাগ আড়ৎকে সতর্ক করা হয়েছে। এরমধ্যে কয়েকটি আড়ৎ রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ৩ থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এনএএস

Exit mobile version