
আটককৃত মেহেদী ও লিটন
সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
নাটোরের লালপুরে পরকীয়ার জেরে জুয়েল হোসেন নামের এক যুবকের হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকাসহ আরও দুই হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি বলেন, লালপুর উপজেলার দিলালপুর গ্রামের সেলিনা বেগমের সাথে একই গ্রামের লিটন ও জুয়েল নামের দুই যুবকের ত্রিভুজ পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সেলিনা সম্পর্কে জুয়েলের চাচী হন। বিষয়টি সেলিনার সৎ ছেলে মেহেদী হাসান জানার পর জুয়েলকে তাদের বাড়িতে যাতায়াত করতে নিষেধ করে। কিন্তু জুয়েল তার কোনো কথা না শুনে যাতায়াত অব্যাহত রাখে।
এ নিয়ে সেলিনা ও মেহেদীর সাথে জুয়েলের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে সেলিনা তার সৎ ছেলে মেহেদী হাসান ও অপর প্রেমিক লিটন মিলে জুয়েলকে হত্যা করার পরিকল্পনা করে।
সেই পরিকল্পনা মাফিক গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে সেলিনা বেগম জুয়েলকে তাদের বাড়িতে ডেকে নিয়ে কৌশলে বেশ কয়েকটি ঘুমের ঔষধ খাওয়ায়। পরে জুয়েলকে বাড়ির পাশের মাঠে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থানরত মেহেদী ও লিটন একত্রিত হয়ে জুয়েলের হাত পায়ের রগ কেটে ও কুপিয়ে ফেলে রেখে চলে যায়।
সকালে স্থানীয়রা জুয়েলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪মার্চ সকাল ৮ টায় জুয়েলের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে। পরে ফোন নম্বর ট্র্যাক করে হত্যাকারী সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে অভিযান চালিয়ে সেলিনা, মেহেদী ও লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও চাকু উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।
/এসএইচ



Leave a reply