কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় শিশুসহ নিহত ২

|

ঘাতক প্রাইভেটকার আটক।

কুমিল্লা ব্যুরো:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় প্রাইভেটকারের চাপায় শিশুসহ দুই পথচারি নিহত হয়েছে। নিহতরা হলেন, বুড়িচং উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনর ছেলে মো. আনিস (৫)।

শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সেলুনে চুল কেটে মহাসড়ক পার হয়ে বাড়িতে ফেরার পথে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল হোসেন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আনিসও
মারা যায়।

নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনার পর প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply