
ছবি: সংগৃহীত।
বিচ্ছেদের পরই যেনো আরও বেশি পরিচিতি পেয়েছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু। এর আগে একের পর এক সফল ছবির মধ্য দিয়েও আলোচনায় ছিলেন তিনি। সম্প্রতি দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি সামান্থার পা পড়েছে বলিউডে, সেখানেও সফল। তাই এবারে নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন তিনি। এর মাধ্যমে সামান্থা এখন দক্ষিণী সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের নায়িকা। প্রথম অবস্থানে আছেন নয়নতারা। খবর বলিউড লাইফের।
জানা গেছে, একটি ছবির জন্য সামান্থা পারিশ্রমিক নেন তিন থেকে পাঁচ কোটি রুপি। প্রযোজনা সংস্থা এবং আরও কিছু বিষয় মাথায় রেখেই সামান্থা তার পারিশ্রমিক ঠিক করেন।
কিছুদিন আগে অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছে সামান্থাকে। খোলামেলা পোশাকে আবেদনময়ী সামান্থা পর্দায় ঝড় তুলেছেন রীতিমতো। শোনা গিয়েছিল, পর্দায় এই আইটেম গান ফুটিয়ে তুলতে দেড় কোটি রুপি চেয়েছিলেন সামান্থা। কিন্তু পরবর্তীতে শোনা যায়, ‘পুষ্পা’র এই গানের জন্য পাঁচ কোটি রুপি পেয়েছেন অভিনেত্রী।
এসজেড/



Leave a reply