ফরাসি লিগ প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সভাপতি নাসের আল খেলাইফি ও স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে উয়েফা।
বুধবার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে রেফারিদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ উঠে খেলাইফির বিরুদ্ধে।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, খেলাইফি মনে করেন রিয়ালের প্রথম গোল বিল্ড আপের সময় পিএসজি গোলরক্ষক জুয়ানলুইজি ডনারুম্মার সাথে ফাউল করেছিলেন বেনজেমা। আর তাই ম্যাচ শেষে রেফারিদের রুমের দিকে তেড়ে যান খেলাইফি। সে সময় পিএসজি মালিকের চোখ-মুখ রাগে লাল ছিল রাগ। এক সময় ভুল করে রিয়ালের প্রতিনিধি মেহিয়া দাভিলার কক্ষে ঢুকে পড়েন খেলাইফি। রেফারিরা তাকে চলে যেতে বললে তাদের সরঞ্জাম ভাঙচুর করেন খেলাইফি।
তাই এ দু’জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে উয়েফা। তবে ঠিক কোন অভিযোগে খেলাইফি ও লিওনার্দোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তা খোলাসা করেনি সংস্থাটি।
জেডআই/

